ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

হারের বৃত্ত থেকে বের হওয়ার অপেক্ষায় শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, আগস্ট ১২, ২০১৬
হারের বৃত্ত থেকে বের হওয়ার অপেক্ষায় শেখ রাসেল ফাইল ফটো

ঢাকা: একটি দু’টি নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে ইতোমধ্যেই চার চারটি হারের তিক্ত স্বাদ পেয়েছে গেলবারের রানারআপ শেখ রাসেল ক্রীড়া চক্র।

সময় এসেছে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফেরার।

সেই কাঙ্খিত লক্ষ্যেই নিজেদের পঞ্চম ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে মাঠে নামবে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী এই দলটি। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শুরু থেকেই আপন ছন্দে খেলতে পারেনি বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হারের পর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে হেরে পয়েন্ট শূন্য থেকেই প্রথম দুই রাউন্ডের খেলা শেষ করে দেশসেরা কোচ মারুফুল হকের শিষ্যরা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে চতুর্থ রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বেশ আটঘাট বেধেই নেমেছিল রয়্যাল ব্লুজরা। কিন্তু মামুনুল ইসলামদের ক্ষুরধার আক্রমণভাগ ও নিজেদের দুর্বল রক্ষণের জন্য  পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও আবাহনীর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট বঞ্চিত থাকতে হয়েছে মিশুদের।

তবে চট্টগ্রামের কাছে হেরে গেলেও মারুফুল হকের দল জয় খুঁজছিলেন চতুর্থ ম্যাচে ফেনী সকার ক্লাবের বিপক্ষে। কিন্তু কিসের কি, দলটির সেই দুর্বল রক্ষণের জন্যই লাডি বাবা লোলার শিষ্যদের কাছে ২-০ গোলে হেরে এবারের প্রিমিয়ার লিগে শিরোপা জয় এক অর্থে কঠিনই করে তুলেছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ীরা।

ফলে টানা চার হারের পর শিরোপা দৌঁড়ে পিছিয়ে পড়া দলটি টিম বিজেএমসির বিপক্ষে ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে (১২ নম্বর) থাকার গ্লানি ঘোচাতে চাইবে।

তবে কম যাবে না প্রতিপক্ষ টিম বিজেএমসিও। কেননা চার ম্যাচের একটিতেও দলটি জয়ের দেখা না পেলেও তিন ড্র ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে শেখ রাসেলের চেয়ে চারধাপ এগিয়ে অর্থাৎ পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। ফলে আপাত শক্তির বিচারে এবং আত্মবিশ্বাসের দিক থেকে এই ম্যাচে রাসেলের চেয়ে এগিয়ে থাকবে বিজেএমসিই। আর সেই বলে বলীয়ান হয়েই অধরা জয়কে থলিতে পুড়তেই শেখ রাসেলকে মোকাবেলা করবে টিম বিজেএমসি।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।