ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

তৌহিদময় মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, আগস্ট ১৩, ২০১৬
তৌহিদময় মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ময়মনসিংহ: তৌহিদময় এক ম্যাচ দেখলো জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। পঞ্চম রাউন্ডে মুক্তিযোদ্ধা সংসদ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

চারটি গোলই করেছেন ‘তৌহিদ’!

কাকতালীয়ভাবে এই ম্যাচে মুক্তিযোদ্ধার হয়ে দুই গোল করেন তৌহিদুল ইসলাম তৌহিদ আর মোহামেডান অধিনায়ক তৌহিদুল আলম সবুজও করেন দুই গোল! ফলে ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু’দল।

আর এই ড্র’য়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৪।

শনিবার (১৩ আগস্ট) ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকা মুক্তিযোদ্ধা সংসদ নেমেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে যাবার লক্ষ্যে।

সেই লক্ষ্যে খেলতে নেমে প্রথমার্ধের ৩০ মিনিটে তৌহিদুল ইসলাম সবুজের গোলে ১-০ তে লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে তৌহিদুল আলম তৌহিদ মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। তবে সমতায় ফিরেই থেমে থাকেনি মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে আক্রমণভাগকে আরও শান দিয়ে ৭২ মিনিটে ওই তৌহিদুল ইসলাম আরেকবার মোহামেডানের জালে বল জড়িয়ে স্কোর লাইন নিয়ে যান ২-১ এ।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া মোহামেডান সফলতা পায় ৭৬ মিনিটে। অধিনায়ক তৌহিদুল আলম সবুজ পেনাল্টি থেকে মুক্তিযোদ্ধার জালে বল ঠেলে দলকে ২-২ এ সমতা এনে দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।