ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

পিএসজি তারকাদের সঙ্গে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, নভেম্বর ২, ২০১৬
পিএসজি তারকাদের সঙ্গে ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: স্টেডিয়ামে বসে রজার ফেদেরারের ফুটবল ম্যাচ উপভোগ করাটা নতুন কিছু নয়। এবার বিশেষ অতিথি হিসেবে দেখলেন স্বদেশী ক্লাব এফসি বাসেলের খেলা।

 সুইজারল্যান্ডের বাসেল শহরেই জন্ম এ টেনিস কিংবদন্তির। সে যাই হোক, ঘরের মাঠে হারের কষ্টই সঙ্গী হয় ফেদেরারের! শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় পায় পিএসজি।

বাসেলের একজন বড় ভক্ত ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। কিন্তু সেন্ট জ্যাকব পার্কে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে স্বাগতিকদের ব্যর্থতার সাক্ষী হন তিনি। জয়োল্লাসে মাতে ভিজিটররা।

দল হারলেও ম্যাচ শেষে পিএসজি খেলোয়াড়দের চমকে দিতে ভুল করেননি টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার। দেখা করেন ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে খেলা বেশ কয়েকজন তারকার সঙ্গে।

অধিনায়ক থিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তি, লুকাস মৌরা ও মারকুইনহোসের সঙ্গে এক ফ্রেমে বন্দি হন ৩৫ বছর বয়সী ফেদেরার। পরে নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ছবিটি পোস্ট করে পিএসজি।

বর্তমানে নিজের পূর্ণ ফিটনেসের লক্ষ্যে কাজ করছেন ফেদেরার। ২০১৭ সালের শুরুতেই প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সুইস আইকন। ইনজুরির কারণে গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে হারের পর থেকেই কোর্টের বাইরে তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।