ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিল সতীর্থ কোতিনহোকে বার্সায় চান নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ব্রাজিল সতীর্থ কোতিনহোকে বার্সায় চান নেইমার কোতিনহো ও নেইমার-ছবি:সংগৃহীত

ঢাকা: ব্রাজিল জাতীয় দলে নেইমার ও ফিলিপ কোতিনহো খেলছেন বেশ কয়েক বছর ধরে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও দারুণ।

আর এবার লিভারপুল তারকার সঙ্গে বার্সেলোনায় সতীর্থ হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন নেইমার। এমনই খবর ছেপেছে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো।

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মাঠে যায় বার্সা। আর সেখানে এসে কাতালান তারকাদের সঙ্গে দেখা করেন ২৪ বছর বয়সী কোতিনহো। কথা হয় দুই বন্ধুর মাঝে।

এর আগে তরুণ সেনসেশন নেইমার গত বছর জানিয়েছিলেন, কোতিনহোর সঙ্গে খেলতে পারাটা দারুণ হবে। তবে এ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোতিনহোর ক্লাবের দেওয়া বাই আউট ক্লজ। যেখানে এ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিনতে হলো প্রয়োজন ৭৫ মিলিয়ন ইউরোর বিশাল অংক।

কোতিনহো ২০১৩ সাল থেকে ইংলিশ জায়ান্ট অল রেডসদের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিনি দলের হয়ে ১১৭ ম্যাচে ২৫টি গোল করেছেন। এছাড়া এ মৌসুমেও রয়েছেন দারুণ ফর্মে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।