ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রনির জোড়া গোলে জিতলো শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
রনির জোড়া গোলে জিতলো শেখ রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে এবার জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে শফিকুল ইসলাম মানিকের দল।

দলের হয়ে দুটি গোলই করেন জাতীয় দলের ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (০৫ নভেম্বর) মাঠে নামে দু’দল। আগের ম্যাচেই শেখ রাসেলকে ৩-০ গোলে হারতে হয়েছিল উত্তর বারিধারার বিপক্ষে। আর মোহামেডানের বিপক্ষে ২-১ গোলে হেরে রাসেলের বিপক্ষে খেলতে নেমেছিল রহমতগঞ্জ।

শনিবার ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণে যায় শেখ রাসেল। আর সেখান থেকেই গোলের ঠিকানা খুঁজে পায় দলটি। রুম্মনের অ্যাসিস্ট থেকে গোল করেন রনি। তার প্লেসিং শট প্রতিপক্ষের জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় শেখ রাসেল।

প্রথম গোলের দুই মিনিট পর আবারো জ্বলে উঠেন জাতীয় দলের ফরোয়ার্ড রনি। তার দ্বিতীয় গোলে স্কোরলাইন হয়ে ওঠে ২-০। ম্যাচের বাকি সময়ে রহমতগঞ্জ ম্যাচে ফিরতে পারেনি।

চলমান লিগে শেখ রাসেল তৃতীয়বার জয়ের দেখা পেলো। ১৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, অবস্থান দশম। অপরদিকে সমান ম্যাচ খেলে রহমতগঞ্জ অর্জন করেছে ২২ পয়েন্ট, অবস্থান তৃতীয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।