ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০২১ পর্যন্ত রিয়ালে রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
২০২১ পর্যন্ত রিয়ালে রোনালদো! ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের চুক্তিতে পর্তুগিজ অধিনায়ক ২০২১ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কসে থাকবেন বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।

এ ব্যাপারে রোনালদোর অ্যাজেন্ট জর্জ মেন্ডেস আগামী কয়েকদিনের মধ্যে রিয়ালের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাত করতে পারেন। যেখানে সবকিছু ঠিক থাকলে সিআর সেভেনই থাকছেন দলটির সর্বোচ্চ প্রারিশ্রমিক পাওয়া ফুটবলার।

২০০৯-১০ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি দিয়ে এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন ৩৫৯ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩৭১টি।

এ সময় তিনি গ্যালাকটিকোদের হয়ে জিতেছেন একটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, একটি সুপারকোপা, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।