ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চুক্তি শেষেই বিদায় নেবেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
চুক্তি শেষেই বিদায় নেবেন রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: হোসে মরিনহোর অধীনে নিজের অবস্থান নড়বড়ে হওয়ার জের ধরেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার একটা গুঞ্জন উঠেছিল। সে যাই হোক, দলের শুরুর একাদশে জায়গা হারালেও চুক্তি শেষ হওয়া পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান ওয়েইন রুনি।

ইংলিশ জায়ান্টদের হয়ে তিনি এরই মধ্যে এক যুগ পার করেছেন।

ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। ২০১৯ সালে রুনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। ইংলিশ অধিনায়কের বিশ্বাস, ম্যানইউর জার্সিতে সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারবেন। অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিতে পারেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে গত ১৮ সেপ্টেম্বর ওয়াটফোর্ডের মাঠে ৩-১ গোলে হারের পর রুনির আর শুরুর একাদশে নামা হয়নি। চলতি মৌসুমে গোল করেছেন মাত্র দু’টি। তার মধ্যে রয়েছে ইউরোপা লিগে স্বাগতিক ফেনেরবাখের বিপক্ষে (৩ নভেম্বর) সান্ত্বনাসূচক দুর্দান্ত গোল। ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় রেড ডেভিলসরা।

সূত্রমতে, প্রকাশিত বিভিন্ন রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, মরিনহো রুনিকে বেচে দিতে চাইছেন। শৈশবের ক্লাব এভারটনে ফিরে যাওয়ারও গুজব রটে। যেখান থেকে ২০০৪ সালে যোগ দেন ম্যানইউতে। তবে কোচের আস্থা অর্জন করেই হারানো অবস্থান ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রুনি।

ম্যানইউতে রুনির সাপ্তাহিক আয় ২ লাখ ৬০ হাজার পাউন্ড। এর মানে দাঁড়ায়, ইউরোপের খুব ক্লাবই তাকে দলে ভেড়ানোর সামর্থ্য রাখে। কিন্তু আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) ও চীন থেকে লোভনীয় সব প্রস্তাবেও আগ্রহী নন তিনি। বোঝাই যাচ্ছে, ওয়েইন রুনির মনেপ্রাণে কতটা মিশে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।