ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২৫০০০তম গোল করলেন ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
২৫০০০তম গোল করলেন ইব্রা ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে সোয়ানসি সিটিকে ৩-১ ব্যবধানে হারায় হোসে মরিনহোর শিষ্যরা।

আর এ ম্যাচে সুইডেনের সাবেক তারকা ইব্রার পা থেকে আসে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের ২৫০০০তম গোলটি।

ঘরোয়া লিগের সর্বোচ্চ এ আসরে রোববার ইতিহাস সৃষ্টি করতে আটটি গোলের প্রয়োজন ছিল। যেখানে আরও খেলা হয় আর্সেনাল বনাম টটেনহাম, সাউদাম্পটন বনাম হালসিটি ও লিভারপুল বনাম ওয়ার্টফোর্ড।

এদিনের ম্যাচে পল পগবার গোলে লিড নেয় রেড ডেভিলসরা। তবে প্রথমার্ধেই ওয়েন রুনির অ্যাসিস্টে রেকর্ড গড়া গোলটি করেন ইব্রা। পরে সেই রুনির সহায়তায়ই নিজের জোড়া গোল পূর্ণ করেন প্যারিস সেন্ট জার্মেইর সাবেক এ স্ট্রাইকার।

চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে ম্যানইউতে যোগ দেন ইব্রা। আর এখন পর্যন্ত ১২ ম্যাচে পাঁচটি গোল করতে সমর্থ হন অভিজ্ঞ এ তারকা। তবে গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করার পর এদিনই স্কোরে ফিরলেন তিনি। সেটিও প্রায় ৬০০ মিনিট পর।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।