ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলে হারলো মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
আত্মঘাতী গোলে হারলো মোহামেডান সংগৃহীত

ঢাকা: স্বাধীনতা কাপের শিরোপা জেতা চট্টগ্রাম আবাহনী চলমান প্রিমিয়ার লিগ ফুটবলের আসরে হারিয়েছে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আত্মঘাতী গোলের সুবাদে ১-০ গোলের জয় পায় বন্দরনগরীর দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল নিরুত্তাপ। কোনো জোরালো আক্রমণের দেখা মেলেনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও একই অবস্থা বিরাজ করে।

খেলার ২৯ মিনিটের মাথায় লিড নেওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান। দলের ঘানাইয়ান তারকা ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার জোরালো শট গিয়ে লাগে চট্টগ্রাম আবাহনীর গোলবারে। পোস্টে লেগে বল ফেরত এলে এগিয়ে যাওয়া হয়নি মোহামেডানের।

তবে, প্রথমার্ধেই এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। ম্যাচের ৪৪তম মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ভুলে আত্মঘাতী গোল হজম করে মোহামেডান। ফলে, ১-০ তে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সেখান থেকে ম্যাচে ফিরে আসতে পারেনি সাদা-কালো জার্সিধারীরা।

আর এই স্কোরেই ম্যাচে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। ১৩ ম্যাচ খেলে দলটির সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২৭। অপরদিকে সমান ম্যাচ খেলা মোহামেডানের সংগ্রহ ১২ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনী আট জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করলেও মোহামেডানকে থাকতে হচ্ছে নয় নম্বরে। ১৩ ম্যাচে সর্বোচ্চ ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।