ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার একাদশে নেই আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আর্জেন্টিনার একাদশে নেই আগুয়েরো সার্জিও আগুয়েরো-ছবি:সংগৃহীত

বাজে ফর্মের কারণে আর্জেন্টিনা মূল একাদশে নেই সার্জিও আগুয়েরো। ফলে ব্রাজিলের বিপক্ষে হাইভোল্ডেজ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হবে এ স্ট্রাইকারকে। যেখানে মূল ফরওয়ার্ড হিসেবে লিওনেল মেসির সঙ্গে থাকবেন গঞ্জালো হিগুইন।

ঢাকা: বাজে ফর্মের কারণে আর্জেন্টিনা মূল একাদশে নেই সার্জিও আগুয়েরো। ফলে ব্রাজিলের বিপক্ষে হাইভোল্ডেজ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হবে এ স্ট্রাইকারকে।

যেখানে মূল ফরওয়ার্ড হিসেবে লিওনেল মেসির সঙ্গে থাকবেন গঞ্জালো হিগুইন।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাজিলের মাঠ মিনেইরাওতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগে মেসিবিহীন প্যারাগুয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আগুয়েরো। সে ম্যাচে আলবেসেলিস্তারা ১-০ ব্যবধানে হারে।

এ প্রসঙ্গে কোচ এদগার্দো বাউজা বলেন, ‘আমি ডি মারিয়া ও এনজো পেরেজের প্রতি বিশ্বাস রাখছি। কারণ শারিরীকভাবে তারা শক্তিশালী হওয়ায় দলের রিদম বাড়বে। তবে আমি ভাবছি আমাদের প্রতিপক্ষকে নিয়ে। এ ম্যাচে আমাদের কোনো ভুল করলে চলবে না। ’

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।