ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ময়মনসিংহে বিপিএল’র দ্বিতীয় পর্বের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ময়মনসিংহে বিপিএল’র দ্বিতীয় পর্বের উদ্বোধন ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রহমতগঞ্জ এমএফএস ও শেখ জামাল ধানমন্ডি কাব লিমিটেড।

এর আগে, দুপুর আড়াইটার দিকে খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

দ্বিতীয় পর্বে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে বলে জানান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।