ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের ব্রাজিলের কাছে হারলো মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
নেইমারের ব্রাজিলের কাছে হারলো মেসির আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ শেষে লজ্জায় ডুবতে হলো আর্জেন্টাইনদের। বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসির দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেইমারের ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রাখলো নেইমার বাহিনী। 

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ শেষে লজ্জায় ডুবতে হলো আর্জেন্টাইনদের।  বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসির দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেইমারের ব্রাজিল।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রাখলো নেইমার বাহিনী।  

ব্রাজিলের বেলো হোরিজন্তে মাঠে নামে আর্জেন্টিনা-ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আতিথ্য নেওয়া মেসি বাহিনীকে চেপে ধরে খেলতে থাকে স্বাগতিকরা। খেলার ২৫তম মিনিটে প্রথম লিড নেয় ব্রাজিল। নেইমারের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ফিলিপ কোউতিনহো (১-০)।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসির বার্সা সতীর্থ নেইমার। গ্যাব্রিয়েল জিসাসের অ্যাসিস্ট থেকে গোলটি করেন নেইমার।  

বিরতির পর আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দেন পাউলিনহো। রেনাতো অগাস্টোর সহায়তায় ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন পাউলিনহো (৩-০)। ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি এদগার্দো বাউজার শিষ্যরা। ফলে, ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

 

আর্জেন্টিনার হয়ে প্রথম একাদশে মাঠে নেমেছিলেন সার্জিও রোমেরো, জাবালেতা, অটামেন্ডি, ফুনেস, মাস, পেরেজ, লুকাস বিগলিয়া, মাশ্চেরানো, ডি মারিয়া, মেসি, হিগুয়েইন। ব্রাজিলের হয়ে প্রথম একাদশে মাঠে ছিলেন আলিসন, আলভেস, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো, পাউলিনহো, ফেনার্ন্দিনহো, রেনাতো, কোউতিনহো, নেইমার এবং গ্যাব্রিয়েল জিসাস। বিরতির পর এনজো পেরেজের বদলি হিসেবে মেসির দলে যোগ দেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল কোরেয়া। আর ব্রাজিল দলে যোগ দেন রবার্তো ফিরমিনো, দগলাস কস্তা এবং থিয়াগো সিলভা।

এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচের মধ্যে কলম্বিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ইকুয়েডরের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক উরুগুয়ে। প্যারাগুয়েকে ৪-১ গোলে পেরু ও বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা।

এ ম্যাচে জয়ের ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ১০ দলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের আধিপত্য বিরাজ করছে। এখন পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে বিশ্বকাপ শঙ্কায় দিন কাটছে আর্জেন্টিনার। কারণ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে রয়েছে আর্জেন্টিনা। এ তালিকায় শীর্ষ চার দল বিশ্বকাপ খেলবে। পঞ্চম দলকে ইন্টার-কনফেডারেশনে প্লে-অফ খেলতে হবে।  

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।