ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঠাকুরগাঁও কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ঠাকুরগাঁও কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও সরকারি কলেজে আন্ত‍ঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে কলেজের ১৪টি বিভাগ অংশ নিচ্ছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি কলেজে আন্ত‍ঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে কলেজের ১৪টি বিভাগ অংশ নিচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি কলেজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম কিবরিয়া মণ্ডলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের প্রশাসক মোহাম্মদ সাদেক কুরাইশী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।