ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোয়ার্টারে এক পা অ্যাতলেতিকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
কোয়ার্টারে এক পা অ্যাতলেতিকোর কোপা দেল রের কোয়ার্টারে এক পা অ্যাতলেতিকোর/ছবি: সংগৃহীত

জয় দিয়ে ২০১৭ সাল শুরু করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লাস পালমাসের মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

প্রথমার্ধের ২৩ মিনিটে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিজিটররা।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান দুর্দান্ত ফর্মে থাকা ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্তোনি গ্রিজম্যান।

নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জালের দেখা পাননি। ঘরের মাঠে শেষ পর্যন্ত গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের। এবার হোম ভেন্যুতে ফিরতি পর্বের ম্যাচে চোখ রাখছে ২০১২-১৩ আসরের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো।

আগামী ১০ জানুয়ারি (মঙ্গলবার) কোয়ার্টার নির্ধারণী দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। মাদ্রিদের ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।