ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মাহরেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মাহরেজ রিয়াদ মাহরেজ/ছবি: সংগৃহীত

আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াদ মাহরেজ। বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম পার করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জেতেন মাহরেজ।

এর আগে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিচেস্টার সিটির এই উইঙ্গার। দুর্দান্ত ফর্মে থেকে আলজেরিয়ান এই তারকা ফুটবলার গত মৌসুমে লিচেস্টারকে ইংলিশ চ্যাম্পিয়ন করেন।

প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহরেজ।

গত মৌসুমজুড়ে রূপকথা লিখে চলা লিচেস্টার সিটির হয়ে ১৭ গোল করেছেন। সতীর্থদের দিয়ে রেকর্ড ১১টি গোলও করিয়েছেন তিনি। বর্ষসেরা হতে মাহরেজ পান ৩৬১ ভোট।

৩১৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা আওবামেয়াং। আর ১৮৬ ভোট পেয়ে তৃতীয় হন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।