ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মোদীর হাতে রোনালদোর জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মোদীর হাতে রোনালদোর জার্সি অ্যান্তোনিও কস্তা ও নরেন্দ্র মোদী/ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জার্সি উপহার পাঠিয়েছেন। পর্তুগাল জাতীয় দলের ‘সাত’ নম্বর জার্সিটি মোদীর হাতে পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও কস্তা।

মোদী জানান, ‘আমরা ফুটবল অনুরাগী। ভারতে ফুটবলের দ্রুত উন্নয়ন ঘটছে।

আর ক্রীড়ায় পর্তুগাল অনেক বড় শক্তি। দুই দেশের বিকাশমান অংশীদারিত্ব খেলাধুলার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে আর তা ফুটবলের জন্যই ভালো। ’

জার্সিটি পাবার পর মোদী টুইটারে ছবি দিয়ে লিখেছেন পর্তুগাল ফুটবল দলের ওই জার্সিতে রোনালদোর অটোগ্রাফ রয়েছে।

মোদীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সাত দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন অ্যান্তোনিও কস্তা। আলোচনায় খেলাধুলায় আরও অগ্রগতির স্বার্থে ফুটবল স্কুল, ছাত্র ও কোচ বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রধানরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।