ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল চতুর্থ রাউন্ডে লিভারপুল-ছবি:সংগৃহীত

এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্লেমাউথ আরগেইলের বিপক্ষে ১-০ গোলে জয় পেল লিভারপুল। এ জয়ের ফলে ‍আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো ইয়র্গান ক্লপের শিষ্যরা। দলের হয়ে প্রায় দশ বছরের ক্যারিয়ারে প্রথম গোল করলেন লুকাস লেভিয়া।

গত ৮ জানুয়ারি এই প্লেমাউথের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল। পরে খেলাটি পুনরায় বুধবার অনুষ্ঠিত হয় বিপক্ষের মাঠ হোম পার্কে।

তবে এবার বিপক্ষের মাঠেই জয় তুলে নিল অল রেডসরা।

এদিন ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় লিভারপুল। ফিলিপ কোতিনহোর সহায়তায় গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার লেভিয়া। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল লিভারপুল। তবে খেলার শেষ দিকে (৮৭ মিনিট) পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায় করে নিতে পারেননি ডিভোক ওরিগি। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠে ওলভারথম্পটন ওয়ার্ন্ডাসের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।