ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার মেসিই বিশ্বকাপের প্রধান অস্ত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
আর্জেন্টিনার মেসিই বিশ্বকাপের প্রধান অস্ত্র ছবি: সংগৃহীত

আগামী বিশ্বকাপের আসরে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকেই দলের প্রধান অস্ত্র হিসেবে নিয়েছেন কোচ এদগার্দো বাউজা। আর ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ সম্ভাবনাও দেখছেন বাউজা।

আগামী ২৩ মার্চ চিলির বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠেই খেলবে মেসি বাহিনী।

ম্যাচটি জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসির নেতৃত্বে গত বিশ্বকাপের ফাইনালে শিরোপা মঞ্চে গিয়েও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়নি আর্জেন্টিনার। এরপর চিলির মাটিতে কোপা দেল রে’র ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টাইনদের। কোপা দেল রে’র শতবর্ষী আসরে এই চিলির বিপক্ষেই আবারো ফাইনালের মঞ্চে হেরে বসে মেসির দল। অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন মেসি।

বাউজা আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর অভিমানী মেসিকে আবারো জাতীয় দলের জার্সিতে ফেরান। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়েই বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার এই কোচ।

নিজের প্রিয় ছাত্র মেসি প্রসঙ্গে বলতে গিয়ে বাউজা জানান, ‘মেসিকে নিয়ে আমি আর্জেন্টিনার ২০১৮ বিশ্বকাপ জেতার কথাই ভাবতে পারি। এটাই সত্যি। ’

দলের বাকিদের কথা বলতেও ভুলেননি বাউজা। চিলি-আর্জেন্টিনা ম্যাচের আগে কথা বলেছেন অন্যদের নিয়েও, ‘লুকাস বিগলিয়া আর হাভিয়ের মাশ্চেরানো আমার মাঝমাঠের সেরা অস্ত্র। অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েন আর মেসি আমার প্রধান হাতিয়ার। তবে, সব সময়ই যে আমাকে একই খেলোয়াড় নিয়ে খেলতে হবে, তা নয়। দলের সেরা ফুটবলারদেরই আমি ডাকবো। ’

দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে ব্রাজিল। নেইমার বাহিনীর অর্জন ১২ ম্যাচে ২৭ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইকুয়েডর। ১২ ম্যাচ শেষে অ্যালেক্সিজ সানচেজের চিলি রয়েছে চতুর্থ স্থানে। গোল ব্যবধানে ইকুয়েডরের থেকে পিছিয়ে থাকায় সমান ২০ পয়েন্ট নিয়েও চারে চিলি। ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মেসির আর্জেন্টিনা। নিয়মানুযায়ী এই অঞ্চলের পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপ খেলবে। পঞ্চম হওয়া দলকে বিশ্বকাপে যেতে হলে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।