ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা ষষ্ঠবার পোল্যান্ড বর্ষসেরা লেভান্ডভস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
টানা ষষ্ঠবার পোল্যান্ড বর্ষসেরা লেভান্ডভস্কি পোল্যান্ড বর্ষসেরা লেভান্ডভস্কি-ছবি:সংগৃহীত

টানা ষষ্ঠবারের মতো পোল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। এ পুরস্কার পেতে তিনি পেছনে ফেলেন কামিল গ্লিক, গারজেগ্রজ ক্রাইচোয়াকি, আরকাদিউসজ ও মাইকাল পাজদানকে।

এমন টানা সাফল্য পেয়ে লেভান্ডভস্কি বলেন, ‘আরও একবার বর্ষসেরা হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই পুরস্কারটি আমার কাছে খুবই মূলবান আর এটা প্রচুর সম্মানের।

২০১৬ সালে জার্মান ক্লাব বায়ার্নের হয়ে অনেক সাফল্য পান ২৮ বছর বয়সী এ তারকা। জায়ান্ট দলটির হয়ে জিতেছেন ঘরোয়া ডাবল। আর দলের হয়ে অবদান রেখে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।

জাতীয় দল পোল্যান্ডের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেভান্ডভস্কি। যেখানে ২০১৬ ইউরোতে অসাধারণ পারফরম্যান্স করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তবে শিরোপা জেতা পর্তুগালের বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নেয় পোলিশরা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।