ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের নতুন ম্যাচ সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রিয়ালের নতুন ম্যাচ সূচি রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচের সূচি পুনঃনির্ধারিত/ছবি: সংগৃহীত

এ মৌসুমে রিয়াল মাদ্রিদের দু’টি স্থগিত ম্যাচের মধ্যে একটির সময়সূচি পুনঃনির্ধারিত হয়েছে। ক’দিন আগেই দ্বিতীয়বারের মতো এমন অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল গ্যালাকটিকোরা। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার মাঠে নামবে রিয়াল। গত বছরের ডিসেম্বরে ম্যাচটি হওয়ার কথা ছিল।

স্প্যানিশ জায়ান্টদের ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপে অংশ নেওয়ার কারণেই তা স্থগিত করা হয়েছিল। মযার্দাপূর্ণ শিরোপাটি জিতেই ২০১৬ সালকে বিদায় জানায় জিনেদিন জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় খেলা শুরু হবে। একই রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় সময় এগিয়ে ‍আনা হয়েছে বলে নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে প্রচন্ড ঝড়ের কারণে সেল্টার হোম ভেন্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় রিয়ালের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

পয়েন্ট টেবিলে এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে রিয়াল। তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কসরা। ১৯ ম্যাচে তাদের সংঘ্রহ ৪৬। বার্সার ২১ ম্যাচে ৪৫। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে তিনে সেভিয়া। অন্যদিকে, ভ্যালেন্সিয়ার নাজুক অবস্থাই বটে! রেলিগেশন (অবনমন) এড়াতে লড়ছে তারা। ২০ ম্যাচে মাত্র ১৯ পয়েন্টে ১৬ নম্বরে অবস্থান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।