ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফ্রেঞ্চ লিগে পিএসজি, জার্মান কাপে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ফ্রেঞ্চ লিগে পিএসজি, জার্মান কাপে বায়ার্নের জয় ফ্রেঞ্চ লিগে পিএসজি, জার্মান কাপে বায়ার্নের জয়/ছবি: সংগৃহীত

ভিন্ন ম্যাচে জয় পেয়েছে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি ও বায়ার্ন মিউনিখ। প্যারিসে লিলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, উলফসবার্গকে ১-০ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। বাভারিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা।

হোম ভেন্যুতে লিড নিতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় পিএসজিকে। অ্যাঙ্গেল ডি মারিয়ার ফ্রি-কিক ফিরিয়ে দিতে গিয়ে উল্টো লিলের ডাচ ফরোয়ার্ড রিকোর্ডো কিশনার পায়ে লেগে গোলবারের সামনে থাকা এডিনসন কাভানির কাছে এসে পড়ে। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।

নির্ধারিত সময়ের চার মিনিট আগে ভিজিটরদের সমতায় ফেরান ফ্রেঞ্চ ফরোয়ার্ড নিকোলাস ডি প্রিভিল। ইনজুরি সময়ের ‘বিতর্কিত‘ গোলে পিএসজিকে জয় উপহার দেন ডগলাস কস্তার স্বদেশী লু্কাস মৌরা। লিলের অফসাইডের আবেদনে সাড়া দেননি রেফারি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।