ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হাতিয়ায় মুক্তিযোদ্ধা রহমত উল্যাহ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
হাতিয়ায় মুক্তিযোদ্ধা রহমত উল্যাহ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে বুধবার (৮ ফেব্রুয়ারি) মাসব্যাপী মুক্তিযোদ্ধা রহমত উল্যাহ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বিকেলে বুড়িরচর ইউনিয়নের হাতিয়া ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া পৌরসভার মেয়র একেএম ইউছুফ আলী, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রহমত উল্যাহর ছেলে জিয়া আলী মোবারক কল্লোল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল বাশার প্রমুখ।  

মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ ভিত্তিক ২০টি দল অংশগ্রহণ করবে।

প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় হরণী চানন্দী ফ্রেন্ডশীপ একাদশ ও আদর্শ কুড়িগ্রাম একাদশ একে অপরের মুখোমুখি হয়। ম্যাচে ৪-১ গোলে জয় পায় হরণী চানন্দী ফ্রেন্ডশীপ একাদশ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।