ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিদেশি লিগে বেলজিয়াম সেরা ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বিদেশি লিগে বেলজিয়াম সেরা ডি ব্রুইন ডি ব্রুইনকে (ডানে) পুরস্কার দিচ্ছেন অরি-ছবি:সংগৃহীত

এডেন হ্যাজার্ড ও থিবাউট কোরতোইসদের হটিয়ে ‘বিদেশি লিগে বেলজিয়াম সেরা খেলোয়াড়’ নির্বাচিত হলেন কেভিন ডি ব্রুইন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে গত এক বছর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডে ভূষিত হন এই মিডফিল্ডার।

নিজ দেশের সম্মানীত এই পুরস্কারটি ডি ব্রুইনের হাতে তুলে দেন বেলজিয়ামের সহকারী কোচ থিয়েরি অরি। আর এর ফলে টানা দুই বছর ২৫ বছর বয়সী এ তারকা অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন।

এই পুরস্কারের তালিকায় ছিলেন চেলসির মিডফিল্ডার হ্যাজার্ড ও একই দলের গোলরক্ষক কোরতোইস, লিভারপুলের স্ট্রাইকার ডিভোক ওরিগি এবং টটেনহামের ডিফেন্ডার টোবে আলডেরওয়াইরল্ড।

২০১৫ সালের আগস্টে জার্মান ক্লাব উলফসবার্গ থেকে ৫৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি দেন ডি ব্রুইন। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৪ ম্যাচের ২৩টিতেই খেলেছেন তিনি। যেখানে চারটি গোলও রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।