ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোলমেশিনের চোটে চিন্তায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
গোলমেশিনের চোটে চিন্তায় রিয়াল ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের আগে চোট শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ওসাসুনার বিপক্ষে লা লিগায় ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রিয়াল মাদ্রিদ তারকা। ফলে দলের ট্রেনিং গ্রাউন্ডে আলাদা অনুশীলন করতে হয় সিআর সেভেনকে। তাই চিন্তার ভাঁজ কোচ জিনেদিন জিদানের কপালে।

রিয়ালের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, ‘ডান পায়ে চোট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। সেই কারণে আলাদা করে ট্রেনিং করেছে।

’ বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে নাপোলিকে আতিথিয়েতা জানাবে রিয়াল।

পর্তুগিজ অধিনায়কের চোট নিয়ে শঙ্কা থাকলেও শোনা যাচ্ছে হয়তো ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের আগে ফিট হয়ে উঠবেন তিনি।

৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২১টি গোল করেছেন। তবে চলতি চ্যাম্পিয়নস লিগ আসর মোটেই ভালো যাচ্ছে না তার। এখন পর্যন্ত ইউরোপ সেরার আসরে মাত্র দুটি গোল করেছেন। অথচ গতবার এই গোলমেশিন ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা, ১২ ম্যাচে করেছিলেন ১৬টি গোল।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।