ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সবার আগে সেমিফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সবার আগে সেমিফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস সবার আগে সেমিফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

এমএ আজিজ স্টেডিয়াম থেকে: ৪৮ ঘণ্টার মাথায় দ্বিতীয় ম্যাচ। তবুও মাঠে শৌর্যের চূড়ান্ত প্রদর্শনী দেখাল মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের  সেমিফাইনালে পৌঁছে গেল নিজাম মোহাম্মদের দল।

অন্যদিকে টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে কিরগিজস্তানের ক্লাব এসসি আলগা। অতি আশ্চর্যজনক কিছু না ঘটলে তৃতীয় ম্যাচ শেষেই বাড়ি ধরার প্লেন ধরতে পারে এই দলটি।

সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধের বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানতালে। তবে খেলার সময় বাড়ার সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরোতে থাকেন দু দলের ফুটবলাররা। প্রথম ত্রিশ মিনিটে আক্রমণ পাল্টা আক্রমণে থাকলেও কেউ তেমন বড় সুযোগ পায়নি। এর মধ্যেই ৩৬ মিনিটে সুযোগ পেয়েই কাজে লাগায় এফসি আলগা। বাম প্রান্ত থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে বল জালে জড়ান এরনেক নসিুবালিভ। এর মধ্যে দিয়েই ১-০ গোলে এগিয়ে যায় কিরগিজ দলটি। এক গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে টিসি স্পোর্টস। তাই গোল খাওয়ার মাত্র তিন মিনিটের মাথায় দুটি পাল্টা আক্রমনে যায় মালদ্বীপের ক্লাবটি। তবে এফসি আলগার ডিফেন্সের কাছে দুটি আক্রমণই পরাভূত হয়। কিন্তু এর একটু পর আর অপেক্ষা করতে হয়নি টিসি স্পোর্টসকে। হোসাইন নিয়াজের কর্নার থেকে বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে হাসান ইব্রাহিমের নেওয়া জোরালে শট স্থান করে নেয় এফসি আলগার জালে। এতে সমতায় ফেরে টিসি স্পোর্টস। সবার আগে সেমিফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস।  ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে। এর মধ্যেই ২৪ মিনিটে এফসি আলগার ডিফেন্সের ভুলে এগিয়ে যায় টিসি স্পোর্টস। বদলি ফিডফিল্ডার ইব্রাহিম ইয়ামিনের মাইনাস থেকে বল চলে যায় এফসি আলগার এক ডিফেন্ডারের কাছে। তিনি বল ক্লিয়ার করতে গিয়ে তাদেরই আরেক ডিফেন্ডার ভুল করে পা লাগালে বল চলে যায় সাইডবারে। সেখানে ধাক্কা খেয়ে পুনরায় বল আসে ফরোয়ার্ড স্টেওয়ার্ট কর্নলিয়াস ইজিকাইলের কাছে। সহজ সুযোগ পেয়ে তিনি গোল গোল করতে দেরি করেন নি। ফলে এগিয়ে যায় টিসি স্পোর্টস। শেষের দিকে এফসি আলগা বেশ কয়েকবার চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি। ফলে

ম্যাচ শেষে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কোচ নিজাম মোহাম্মদ বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলা খুবই টাফ। আমার ছেলেরা প্রেথম ম্যাচের পর তেমন সময় পায়নি। তাই জিতে খুব ভালো লাগছে। সেমিফাইনালে উঠায় চাপ আরও বেড়ে গেল। ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে চাই। ’

অন্যদিকে এফসি আলগার কোচ আলেকজান্ডার বেলডিনভ বলেন, ‘আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা খুবই টাফ ম্যাচ ছিল। টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে গেলও শেষ ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। ’

বাংলাদেশ সময় ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।