ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্র করেও নকআউটে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
ড্র করেও নকআউটে আর্সেনাল ছবি: সংগৃহীত

এমিরেটস স্টেডিয়ামে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সমর্থকদের হতাশ করলেও ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিতে ১ পয়েন্টই যথেষ্ট ছিল আর্সেনালের। দুই ম্যাচ হাতে রেখে শেষ ৩২-এ পা রাখলো ইংলিশ জায়ান্টরা।

হোম ভেন্যুতে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামে আর্সেনাল। প্রিমিয়ার লিগে স্টোক সিটিকে ২-১ গোলে হারানোর স্কোয়াড থেকে ১১টি পরিবর্তন আনেন কোচ আর্সেন ওয়েঙ্গার।

ইউরোপা লিগে অভিষেক হয় গোলরক্ষক ম্যাট ম্যাসির।

ঘরের মাঠে পুরো ম্যাচ জুড়ে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে উইলশেয়ার-ওয়ালকট-জিরুদদের চোখেমুখে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় গানারদের।

‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে জামার্নির কোলনের মাঠে গিয়ে ৫-২ গোলে হেরে গেছে বেলারুশের বাতে বোরিসভ। এরই সুবাদে গোলশূন্য ড্রয়ের ফলাফল নিয়েও নকআউটে উঠে যায় আর্সেনাল। ৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০। ৫ পয়েন্ট পিছিয়ে রেড স্টার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বোরিসভ। টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পায় কোলন (৩)।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।