ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে হারিয়ে শীর্ষস্থান মজবুত ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
আর্সেনালকে হারিয়ে শীর্ষস্থান মজবুত ম্যানসিটির ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। এদিকে, জয় পেয়েছে টটেনহ্যাম। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে আতিথিয়েতা জানায় সিটি। সিটিজেনদের হয়ে ম্যাচের ১৯তম মিনিটে কেভিন ডি ব্রুইন, ৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরো আর ৭৪ মিনিটের মাথায় ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুসের গোলে জয় নিশ্চিত করে ম্যান সিটি।

আর্সেনালের একমাত্র গোলটি আসে ম্যাচের ৬৫তম মিনিটে। আলেকজান্ডার লাকাজেতে গানারদের হয়ে গোলটি করেন।

এই জয়ের ফলে ১১ ম্যাচে খেলে কোনোটিতে না হেরে (১০ জয়, এক ড্র) ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। সমান ম্যাচ খেলে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল শিষ্যরা ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।

এদিকে একই দিন মাঠে নেমেছিল ধীরে ধীরে নিজেদের জায়ান্ট দল হিসেবে চেনানো টটেনহ্যাম হটস্পার। ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠে আতিথিয়েতা জানায় মাউরিসিও পচেট্টিনোর শিষ্যরা। ১-০ গোলের জয়ে স্কোরশিটে নাম লেখান সং হেঙ্গমিন। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগে টটেনহ্যামের অবস্থান তৃতীয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।