ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-জাপান ম্যাচে অনিশ্চিত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ব্রাজিল-জাপান ম্যাচে অনিশ্চিত নেইমার ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়ছে ব্রাজিল আইকন নেইমারের পিএসজি। বিশেষ করে বিশ্ব রেকর্ড গড়ে নেইমার দলটিতে আসার পর থেকেই অদম্য হয়ে উঠেছে প্যারিসের দলটি। কিন্তু, পিএসজিতে খেলতে গিয়ে চোটের কারণে জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়েছেন নেইমার।

ইনজুরিতে পড়ায় পিএসজির গত ম্যাচে খেলা হয়নি নেইমারের। অ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।

সেই চোটের কারণে জাতীয় দল ব্রাজিলের জার্সিতেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

১০ নভেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে নেইমারকে।

ক্লাবের জার্সিতে নেইমারের না খেলার বিষয়টি কোচ উনাই এমেরি নিজেই জানান। তিনি জানান, ‘গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে আঘাত পেয়েছে নেইমার। এতে ভালো বোধ করছেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। বিশ্রাম নিতে প্যারিসেই থাকবে সে। ’

জাতীয় দল এবং ক্লাব চিকিৎসকরা একত্রে কাজ করছেন দুই দলেরই প্রাণভোমরাকে সারিয়ে তুলতে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।