ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পয়েন্ট খুঁইয়েছে টিএন্ডটি ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
পয়েন্ট খুঁইয়েছে টিএন্ডটি ক্লাব ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সোমবার (৬ নভেম্বর) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও কাওরান বাজার প্রগতি সংঘ।

এই ম্যাচে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে উভয় দল।

সোমবার ম্যাচের ৭ মিনিটে মো. রুবেলের গোলে এগিয়ে যায় পুলিশ ফুটবল ক্লাব। ৯ মিনিটের মাথায় কাওরান বাজারের শিপন গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি। ফলে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় টিএন্ডটি ক্লাব মতিঝিল ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মতিঝিলের দুই ক্লাবের লড়াইয়েও কেউ জয়ের দেখা পায়নি। গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

এই ড্রয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে টিএন্ডটি ক্লাব। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব রয়েছে সপ্তম স্থানে। ১৭ ম্যাচ থেকে মাত্র ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে দশম স্থানে রয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ।

এই ম্যাচের মধ্য দিয়ে ১৭তম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল। ইতোমধ্যে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পেয়ে গেছে সমর্থকরা। চ্যাম্পিয়ন হয়েছে নবাগত দল বসুন্ধরা কিংস। আর রানার্স-আপ হয়েছে আরেক নবাগত দল নোফেল (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর)।

বুধবার থেকে শুরু হবে অষ্টাদশ তথা শেষ রাউন্ডের খেলা। শুক্রবার বিকেলে নোফেল ও টিএন্ডটি ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই লিগের।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।