ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কেন-আলীকে ছাড়াই ইংল্যান্ডের ব্রাজিল-জার্মানি চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কেন-আলীকে ছাড়াই ইংল্যান্ডের ব্রাজিল-জার্মানি চ্যালেঞ্জ ছবি: সংগৃহীত

জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ প্রীতি ম্যাচের আগে ইংল্যান্ডের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ইনজুরি। দলের অন্যতম সেরা তারকাদের মধ্যে ড্যালি আলীর পর ছিটকে গেছেন হ্যারি কেন।

আলী ও কেন দু’জনই খেলেন টটেনহামে। ক্লাবের হোম ভেন্যুতে ইংলিশদের হয়ে মাঠে নামা হচ্ছে না তাদের।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল উপহার দেন উদীয়মান মিডফিল্ডার আলী।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ তে জেতা রোববারের (৫ নভেম্বর) প্রিমিয়ার লিগ ম্যাচ মিস করেন ২১ বছর বয়সী আলী। ওই ম্যাচেই চোট পান হ্যারি কেন। জার্মানি ও ব্রাজিলের বিপক্ষে ২৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে পাচ্ছেন না ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানিকে আতিথ্য দেবে হ্যারি কেন-ড্যালি আলী বিহীন ইংল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) একই ভেন্যুতে একই সময়ে ব্রাজিল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।