ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো ক্রোয়েশিয়া ছবি:সংগৃহীত

প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে গ্রিসকে ৪-১ ব্যবধানে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো ক্রোয়েশিয়া। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন লুকা মদ্রিচ, নিকোলা কালিনিক, ইভান প্রিসিক ও আন্দ্রেজ কারমারিচ। আর গ্রিসের হয়ে একমাত্র গোলটি করেন পাপাস্থাওপোলুস।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপা অঞ্চল থেকে দু’দলই ভিন্ন দুই গ্রুপ থেকে রানারআপ হয়। ফলে প্লে-অফে মুখোমুখি হতে হয় তাদের।

কিন্তু ক্রোয়েশিয়ার মাঠ জাগরেবে প্রথম লেগের এমন জয় গ্রিসকে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই দিয়েছে।

আগামী রোববার গ্রিসের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল। তবে রাশিয়ায় যেতে হলে গ্রিসকে অন্তত ৪-০ গোলে জিততে হবে। কিন্তু ক্রোয়েশিয়ানদের প্রথম লেগের দাপটই বলে দিচ্ছে তারাই যাচ্ছে বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।