ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোস্টারিকাকে উড়িয়ে দিল স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
কোস্টারিকাকে উড়িয়ে দিল স্পেন ছবি:সংগৃহীত

আগামী বছরে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছে আসরটিতে সুযোগ পাওয়া দলগুলো। এরই ধারবাহিকতায় ইউরোপা অঞ্চলের শক্তিশালী দেশ স্পেন নিজেদের ঝালাই করে নিতে ঘরের মাঠে কোস্টারিকাকে আতিথিয়েতা জানায়। তবে ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লা রোজারা।

স্তাদিও লা রোসালেডাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেথানে জয়ী দল স্পেনের হয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা।

একটি করে গোল করেন জর্দি আলবা, আলভারো মোরাতা ও ইনিয়েস্তা।

এদিন ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।

বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা সিলভা। তিনি এদিন জাতীয় দলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোল দাতা হলেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া।

এদিকে খেলার ৭৩ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন অভিজ্ঞ মিডফিল্ডার ইনিয়েস্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।