ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ জামালের বিপক্ষে টানা তৃতীয় হার মোহামেডানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
শেখ জামালের বিপক্ষে টানা তৃতীয় হার মোহামেডানের ছবি: সংগৃহীত

প্রথম পর্বের মতো দ্বিতীয় দেখাতেও হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ জামালের বিপক্ষে মুখোমুখি দেখায় ৩-০ গোলে হেরেছে মোহামেডান। লিগের প্রথম পর্বে ২-০ ব্যবধানে হেরেছিল মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে মঙ্গলবার (১৪ নভেম্বর) মাঠে নামে দুই দল।  

ফেডারেশন কাপে ১-০ গোলে জামালের বিপক্ষে হেরে যাওয়া মোহামেডান টানা তৃতীয় ম্যাচটিও হারলো।

ম্যাচের ৩৯তম মিনিটে লিড নেয় শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের গোলে ১-০তে এগিয়ে যায় দলটি। বিরতির আগে এই স্কোরেই মাঠ ছাড়ে তারা।

.বিরতির পর খেলার ৪৯তম মিনিটে গোল করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড রাফায়েল (২-০)। ৫৪ মিনিটের মাথায় পারভেজ গোল করলে ৩-০তে এগিয়ে যায় শেখ জামাল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

১২ ম্যাচে অষ্টম জয় পাওয়া শেখ জামাল ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।