ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জ আবাহনীকে হারিয়ে চুয়াডাঙ্গা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গোপালগঞ্জ আবাহনীকে হারিয়ে চুয়াডাঙ্গা জয়ী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলায় গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রকে ৩-১ গোলে পরাজিত করেছে শুভ সকাল স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা।

খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে আবাহনী ক্রীড়া চক্র গোপালগঞ্জ দলের পক্ষে লিটু গোল করে দলকে এগিয়ে নেন। খেলার ৩১ মিনিটি চুয়াডাঙ্গার পক্ষে খোকন গোল করে সমতা ফেরান।

 

দ্বিতীয়ার্ধে ১৬ ও ২৮ মিনিটে খোকন দলের পক্ষে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। একই সাথে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চুয়াডাঙ্গার খোকন।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী শুক্রবার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি ও কুষ্টিয়া জেলা ফুটবল দলের মুখোমুখি  হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।