ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কারা খেলছেন এল ক্লাসিকো ম্যাচে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
কারা খেলছেন এল ক্লাসিকো ম্যাচে? ছবি:সংগৃহীত

আর কয়েক ঘণ্ট পরেই শুরু হবে ক্লাব বিশ্বের সবচাইতে বড় মহারণ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বছরের শেষ এই দেখায় যারাই জিততে, সেই দলটিই দারুণভাবে বড়দিন উপভোগ করতে পারেবে।

রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা সরাসরি ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে দু’দল।

যদিও বার্সার লিওনেল মেসি ও রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোই এ ম্যাচের মূল তারকা। নিচে দেখে নেই মেসি-রোনালদো ছাড়া আর কারা এ ম্যাচে রয়েছেন।

রিয়াল মাদ্রিদ:
গোলরক্ষক-কেইলর নাভাস, কিকো ক্যাসিয়া, মোহা।
রক্ষণভাগ-দানি কারবাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো, মার্সেলো, থিও হার্নান্দেজ।
মধ্যমভাগ-টনি ক্রস, লুকা মদ্রিচ, কাসিমিরো, মার্কে অ্যাসেনসিও, ইসকো, মাতেও কোভাচিচ।
আক্রমণভাগ-ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকাস ভাজকুয়েজ।

বার্সেলোনা:
গোলরক্ষক-মার্ক টার স্টেগেন, জাসপান সিয়েসেন।
রক্ষণভাগ-নেলসন সেমেদো, জেরার্ড পিকে, হাভিয়ার মাশ্চেরানো, জর্ডি আলবা, লুকাস ডিগনে, অ্যালেক্সি ভিদাল, থমাস ভারমায়েলেন।
মধ্যমভাগ-ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পাওলিনহো, সার্জি রবার্টো, আন্দ্রে গোমেস।
আক্রমণভাগ-লুইস সুয়ারেজ, লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্ট, ২৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।