ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মারিয়া-তহুরাদের নিয়ে টানা চার বছর ক্যাম্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
মারিয়া-তহুরাদের নিয়ে টানা চার বছর ক্যাম্প ছবি:সংগৃহীত

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেয় বাংলাদেশের কিশোরীরা। এর পরই মারিয়া-তহুরাদের নিয়ে মেতেছে পুরো দেশ। ইতোমধ্যে তারকা বনে যাওয়া এই কিশোরীদের আগামী চার বছর ক্যাম্পে রাখার ঘোষণা দিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

সোমবার (২৫ ডিসেম্বর) শিরোপা জয়ী ট্রফিটি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দিলেন অনূর্ধ্ব-১৫ নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা। পরে বাফুফে সভাপতি মেয়েদের উদ্দেশ্যে বললেন, ‘যে ট্রফি তোমরা আমাকে দিয়েছো সেটা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেব।

এদিকে এবার সালাউদ্দিনের চোখ ২০২০ সালে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের অনূর্ধ্ব-১৬ দল এশিয়ার সেরা আটের মধ্যে আসতে পেরেছে। তাহলে কেন সেরা তিনে নয়? আমরা সে লক্ষ্য নিয়েই পরিকল্পনা সাজিয়েছি। ১০ জানুয়ারি মেয়েরা আবার ক্যাম্পে উঠবে। এই ২৩ জনের সঙ্গে যোগ হবে আরো ২৭ জন। ৫০জন মেয়েকে নিয়ে আমরা টানা চার বছর ক্যাম্প চালাবো। ’

পাশাপাশি নারী ফুটবলে লিগ পদ্দতি চালু করার কথা এদিন জানান বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই প্রধান।

এর আগে ভারতকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।