ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ওয়েঙ্গারের রেকর্ডের ম্যাচে জয়হীন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ওয়েঙ্গারের রেকর্ডের ম্যাচে জয়হীন আর্সেনাল ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে অার্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের রেকর্ড ৮১১তম ম্যাচ নাটকীয় ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। ওয়েস্টব্রমের মাঠে শেষদিকে আত্মঘাতী গোল ও পেনাল্টিতে ১-১ সমতায় সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

এ ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কীর্তি ছাড়িয়ে যান ওয়েঙ্গার। মাইলফলকের ম্যাচে শিষ্যরা জয় উপহার দিতে পারেনি তাকে।

হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে থাকেন মেসুত ওজিল।

নির্ধারিত সময়ের সাত মিনিট আগে আলেক্সিস সানচেজের ফ্রি-কিক ওয়েস্ট ব্রম ফরোয়ার্ড জে রদ্রিগেজের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্টে চোখ রাখে গানাররা। কিন্তু পেনাল্টিতে ৮৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক শিবির। ক্রস প্রতিহত করতে গিয়ে হাত উঁচিয়েছিলেন ডিফেন্ডার কালাম চেম্বার্স। হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে রেফারি সরাসরি স্পট কিকের নির্দেশ দেন। পয়েন্ট খুইয়ে ২০১৭ সালকে বিদায় জানায় ওয়েঙ্গারের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ১ পয়েন্ট পিছিয়ে ছয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা টটেনহাম। টানা ১৮টি লিগ ম্যাচ জয়ের পর বছরের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে শীর্ষস্থানধারী ম্যানচেস্টার সিটি (২১ ম্যাচে ৫৯)। সিটিজেনদের লিড ১৪ পয়েন্ট।

২১তম রাউন্ডের খেলায় স্টোক সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি (২১ ম্যাচে ৪৫)। ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে তিনে অবনমন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের (২১ ম্যাচে ৪৪)। লিচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে চতুর্থ পজিশন ধরে রেখেছে লিভারপুল (২১ ম্যাচে ৪১)।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।