ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হাসপাতাল ছেড়ে নেইমারের ঘরে ফেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
হাসপাতাল ছেড়ে নেইমারের ঘরে ফেরা ডাক্তার রদ্রিগো লাসমার ও নেইমার / ছবি: সংগৃহীত

পায়ে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল ছেড়েছেন নেইমার। নিজ বাড়িতে চলবে তার বিলাশবহুল পুনর্বাসন প্রক্রিয়া। দু’দিন আগে ব্রাজিলিয়ান আইকনের অপারেশন সম্পন্ন হয়।

ফ্র্যাকচার হওয়া ডান পায়ের পাতার হাড়ের (পঞ্চম মেটাটারসাল) সার্জারি থেকে সেরে উঠে কবে নাগাদ ট্রেনিংয়ে ফিরতে পারবেন তা জানতে ৬ সপ্তাহ সময় লাগবে। তিন মাস পর রাশিয়ায় বসছে বিশ্বকাপ আসর।

ওয়ার্ল্ডকাপে সেরা নেইমারকে পাওয়া যাবে কিনা সেটিই সেলেকাওদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে অ্যাঙ্কেলে (গোড়ালি) মারাত্মক চোট পান নেইমার। পরীক্ষার রিপোর্ট বড় ধরনের দুঃসংবাদ বয়ে আনে। গোড়ালির হাড় না ভাঙলেও ডান পায়ের পাতার একেবারে ডান পাশের (পঞ্চম) হাড়ে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলে ফিফথ মেটাটারসাল। শুধু তাই নয়, বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোড়ালি।

বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতাল থেকে ব্যক্তিগত জেট বিমানে চড়ে রিও ডি জেনিরোর উপকূলীয় শহর ম্যানগারাতিবায় নিজের বিলাশবহুল রিসোর্টে গেছেন নেইমার। পিএসজি সুপারস্টার প্যারিসে ফিরবেন কবে তা এখনো স্পষ্ট নয়।

নেইমারের অপারেশন করা ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন রিকোভারি টাইম তিন মাস পর্যন্ত যেতে পারে, ঠিক বিশ্বকাপের আগে।

পিএসজির হয়ে নেইমারের মৌসুম শেষ! ক্লাব সিজনে ফেরার সম্ভাবনা ক্ষীণ। জুনের মাঝামাঝিতে রাশিয়ায় শুরু হতে যাওয়া ২০১৮ ওয়ার্ল্ডকাপ সামনে রেখে নেইমারের প্রত্যাবর্তন কেমন হবে সেটিই এখন দেখার অপেক্ষা!

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।