ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসে রোনালদো, নিশ্চিত করলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুলাই ১০, ২০১৮
জুভেন্টাসে রোনালদো, নিশ্চিত করলো রিয়াল ক্রিস্টিয়ানো রোনালদো

রিয়াল মাদ্রিদে নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমালেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

১০৫ মিলিয়ান ইউরোর বিনিময়ে সিআর-সেভেনকে দলে ভেড়াচ্ছে সিরি-আ চ্যাম্পিয়নরা।  

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বিশ্বসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তার লা-লিগার ক্যারিয়ার সম্পন্ন করে জুভেন্টাসে যোগ দিচ্ছেন।

৯ বছর আগে ৮০ মিলিয়ান পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের সর্বোচ্চ ৪৫১ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জেতা এই ফুটবল লিজেন্ড।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।