ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

চলে গেলেন সাবেক ইংলিশ ফুটবলার মাডেলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, জুলাই ২৪, ২০১৮
চলে গেলেন সাবেক ইংলিশ ফুটবলার মাডেলি পরপারে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পল মাডেলি-ছবি: সংগৃহীত

পরপারে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পল মাডেলি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর আগে গত ১৫ বছর ধরে তিনি পারকিনসন রোগে ভুগেছিলেন।

ইংলিশ জাতীয় দলের হয়ে ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

তবে মাডেলির ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে তার ঘরের ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে।

যেখানে ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে মাডেলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিডস ইউনাইটেড। ক্লাবটি এক টুইটে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।