ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যানইউর জালে লিভারপুলের উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, জুলাই ২৯, ২০১৮
ম্যানইউর জালে লিভারপুলের উৎসব ম্যানইউর জালে লিভারপুলের উৎসব-ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইউরোপের শীর্ষ দলগুলো লড়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে ম্যানইউকে কোনো পাত্তা না দিয়ে ৪-১ গোলের জয় তুলে নেয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

লিভারপুলের হয়ে গোলের শুরুটা করেন স্ট্রাইকার সাদিও মানে। ২৮ মিনিটে পেনাল্টি থেকে সেনেগালের এ তারকা দলকে এগিয়ে নেন।

তবে তিন মিনিট পরেই ম্যানইউর আন্দ্রেয়াস পেরেইরা দলকে সমতায় ফেরান। পরে প্রথমার্ধ ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় অল রেডসরা। ফলে ৬৬ মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলে ফের লিড পায় লিভারপুল। এর আট মিনিট পর পেনাল্টি থেকে শেই ওজো তৃতীয় গোলটি করেন। আর ৮২ মিনিটে এ মৌসুমে লিভারপুলে নাম লেখানো সুইজারল্যান্ডের জারদান শাকিরি গোল করে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।