ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

নরসিংদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নরসিংদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা

নরসিংদী: নরসিংদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংদী সদর উপজেলা ও মাধবদী পৌরসভা এ দুটি দল অংশ নেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে.(অব.) কর্নেল নজরুল ইসলাম হীরু।

এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম, আনোয়ার হোসেন কমিশনার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম প্রমুখ।

খেলাটিতে নরসিংদী সদর টাইব্রেকারে মাধবদী পৌরসভাকে ৫-৪ গোলে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ