ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমার-কাভানির গোলে পিএসজির টানা ষষ্ঠ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, সেপ্টেম্বর ২৭, ২০১৮
নেইমার-কাভানির গোলে পিএসজির টানা ষষ্ঠ জয় নেইমার-ছবি: সংগৃহীত

দুই ম্যাচ পর গোলের দেখা পেলেন নেইমার। সেই সঙ্গে এডিনসন কাভানির জোড়া গোলে রেইমসকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল প্যারিস সেন্ট জার্মেই। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো টুখেলের শিষ্যরা।

এদিন ঘরের মাঠে রেইমসকে আতিথিয়েতা জানায় পিএসজি। তবে দুর্ভাগ্যবশত ম্যাচের দুই মিনিটেই প্রতিপক্ষের গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

গোলটি করেন পাবলো চাভারিয়া।

খেলায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি পিএসজি। তিন মিনিট পরেই কাভানির গোলে সমতা পায় তারা। ২৪ মিনিটে নেইমার পেনাল্টি থেকে গোল করলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধ শেষের এক মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান বাড়ান কাভানি। পরে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে তমা মুনিয়ের গোল করলে বড় জয় নিশ্চিত করে পিএসজি।

৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ