ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতালির সঙ্গে ড্রতেও গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ইতালির সঙ্গে ড্রতেও গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগাল পর্তুগাল-ইতালি। ছবি: সংগৃহীত

পুরো ম্যাচ জুড়েই চাপ ধরে রাখলেও পর্তুগালের রক্ষণ ভাঙতে পারেনি ইতালি। শনিবার (১৭ নভেম্বর) উয়েফা নেশন্স লিগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বেশ ভালো ভাবেই আটকে দেয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ ০-০তে ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।

সান সিরোয় লিগে গ্রুপ-৩ এর ম্যাচের শুরু থেকে রক্ষণে চাপ ধরে রাখা ইতালি চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু লরেন্সো ইনসিনিয়ের দূর থেকে আসা শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

৩২তম মিনিটে ও ৩৫ মিনিটেও সুযোগ পায় ইতালি কিন্তু গোলরক্ষকের দারুণ পারফরম্যান্স সেই সুযোগ আর নিতে দেয়নি তাদের।

ঘরের মাঠে পর্তুগালের বিপক্ষে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো ইতালি। অবশ্য আগের ১১ ম্যাচের ১০টিতেই জয় পায় স্বাগতিকরা।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে পর্তুগালের পয়েন্ট ৭। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ইতালির দাঁড়িয়েছে ৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।