ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিজেএমসিকে হারালো মুক্তিযোদ্ধা সংসদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বিজেএমসিকে হারালো মুক্তিযোদ্ধা সংসদ বিপিএল ফুটবল। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের মাঠে বিজেএমসিকে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার (২৪ ফেব্রুয়ারি) ২-০ গোলের জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ।

বেলা ৩ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দুই দলই একাধিকবার সুযোগ তৈরি করলেও তা সফল হয়নি। ৩৫ মিনিটে টীম বিজেএমসি’র ক্যাপ্টেন নাইজেরিয়ান খেলোয়ার স্যামসন ইলিয়াছু ডি-বক্সের মধ্যে বল পেয়ে প্রথম গোল করার সহজ সুযোগ নষ্ট করেন।

৪৮ মিনিটে মুক্তিযোদ্ধার বদলি খেলোয়াড় ১৮ নম্বর জার্সিধারী মাহাদী হাসান রয়েল মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৮৮ মিনিটে মাহাদী হাসান রয়েলের পাস থেকে সুজন বিশ্বাস করেন দ্বিতীয় গোলটি।  

ম্যাচ শেষে টিম বিজেএমসি’র ম্যানেজার আরিফুল হক চৌধুরী বলেন, ‘খেলার প্রথমার্ধে সমানে সমান লড়ছিলো খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল হওয়ার পরও খেলোয়াড়রা চেষ্টা করেছিলো খেলায় ফিরে আসার। কিন্তু দ্বিতীয় গোল হওয়ার পর খেলা থেকে ছিটকে পড়ে। আগামীতে সময় আছে আরো ভাল খেলবে। ’ 

মুক্তিযোদ্ধা সংসদের প্রধান কোচ মো: আব্দুল কাইয়ূম সেন্টু বলেন, ‘গত ম্যাচে জাপানী খেলোয়াড় কেটো লাল কার্ড পেয়েছে। আজ বাল্ল ফামুসা ইনজুরির কারণে ৩০ মিনিট খেলে মাঠ ছাড়ে। তারপরও দলের সবাই ভাল খেলেছে, তাই জয়ী হওয়া সহজ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৫৫, ফেব্রুয়ারী ২৪, ২০১৯
একে/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।