ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উত্তর কোরিয়ায় ইতিহাস গড়া হলো না আবাহনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
উত্তর কোরিয়ায় ইতিহাস গড়া হলো না আবাহনীর আবাহনী-এপ্রিল টোয়েন্টি ফাইভ ম্যাচের একটি মুহূর্ত-ছবি: সংগৃহীত

প্রথম লেগে ৪-৩ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ঢাকা আবাহনী। দ্বিতীয় লেগে জিতলে কিংবা ড্র করলেই প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে ইন্টার জোনাল ফাইনালে নাম লেখানোর সুযোগ ছিল। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে দ্বিতীয় লেগে ২-০ গোলে তথা লুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে গেছে আকাশি-নীলরা।

এএফসি কাপের আন্ত-আঞ্চলিক সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার (২৮ আগস্ট) এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে মাঠে নামে ঢাকা আবাহনী। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা তিনটায়।

 

ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল নিরাপত্তা। কারণ দেশটির নাম উত্তর কোরিয়া। কিম জং উনের দেশে এর আগে যেসব দল খেলতে গিয়েছে তাদের প্রায় সবাইকে অদ্ভুত সব সমস্যার মুখে পড়তে হয়েছে। লাগেজ চুরি, বিমানবন্দর কিংবা হোটেলে হুট করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এমনকি রাতে হোটেলের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। তাছাড়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াও ছিল বড় দুশ্চিন্তার কারণ।

বিশ্বের কাছ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখা উত্তর কোরিয়ানদের কাছ থেকে কেমন আচরণ পাওয়া গেছে কিংবা খেলোয়াড়রা সব নিরাপদ আছেন কিনা কিছুই আগে থেকে জানার উপায় ছিল না। জানা যায়নি দলের কৌশল, একাদশ নিয়েও। সবমিলিয়ে ঠিক কি হচ্ছে পিয়ংইয়ংয়ে তা নিয়ে ছিল স্পষ্ট ধোঁয়াশা।

তবে ম্যাচ শেষে জানা গেল উত্তর কোরিয়ার দলটির বিপক্ষে হেরে গেছে আবাহনী। দুটি গোলই করেছেন এপ্রিল ২৫-এর স্ট্রাইকার কিম সু-ইয়ং। দ্বিতীয়ার্ধে মামুন মিয়া লাল কার্ড খাওয়ার পর ১০ জনের দল নিয়েও লড়াই চালিয়ে গেছে আবাহনী। ৪৮ ও ৮৩তম মিনিটে দুই গোল করে সর্বনাশ করেন উত্তর কোরিয়ার কিম। কিন্তু আর তাতেই ইতিহাস গড়ার একদম কাছে গিয়েও খালি হাতে ফিরতে হলো বাংলাদেশের আবাহনীকে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।