ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৩৪ দিনেই বিদায়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
৩৪ দিনেই বিদায়! শিনজি ওকাজাকি: ছবি-সংগৃহীত

মালাগার জার্সিতে মূল লড়াইয়ে মাঠেই নামা হলো না জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার শিনজি ওকাজাকির। তার আগেই স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানালেন সাবেক লেস্টার সিটি তারকা। মাত্র ৩৪ দিনেই ক্লাব ছাড়লেন তিনি। 

সদ্য সমাপ্ত গ্রীষ্ম মৌসুমের দলবদলে লেস্টার ছেড়ে মালাগাতে যোগ দেন ওকাজাকি। কিন্তু যে পারিশ্রামিকের বিনিময়ে ৩৩ বছর বয়সী তারকাকে নিয়ে এসেছিল তা এই ‍মুহূর্তে দিতে সক্ষম নয় মালাগা।

বাজেট স্বল্পতার কারণে পারস্পরিক বোঝাপড়ায় ওকাজাকিকে ছেড়ে দিতে হচ্ছে তাদের।  

গত দুই মৌসুম ধরে লা লিগায় নেই মালাগা। ২০১৭-১৮ মৌসুমে রেলিগেশনে পড়ে ক্লাবটির এখন খেলতে হচ্ছে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে। মালাগার হয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলেছেন ওকাজাকি। তবে ২০১৯-২০ মৌসুমে মালাগা ইতোমধ্যে দ্বিতীয় বিভাগে তিন ম্যাচ খেললেও মাঠে নামেননি জাপানি মিডফিল্ডার।  

ওকাজাকি লেস্টার সিটির জার্সিতে ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জিতেছেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৭ ম্যাচে ১৭ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।