ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ছবি:সংগৃহীত

ফিফা ‘ফিফপ্রো’ বর্ষসেরা একাদশের জন্য ৫৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খেলোয়াড়দের ভোটের মাধ্যমে ২০১৯ সালের সেরা এই একাদশ বেছে নেওয়া হবে। যেখানে একজন গোলরক্ষক, চার জন ডিফেন্ডার, তিন জন মিডফিল্ডার ও তিন জন ফরোয়ার্ড থাকবে এই একাদশে।

এই ৫৫ জন ফুটবলার ২১টি দেশকে প্রতিনিধিত্ব করছে। যেখানে সর্বোচ্চ ১০ জন রয়েছে ব্রাজিল থেকে।

ফ্রান্সের ৭ ও স্পেনের ৬ জন ফুটবলার। আবার এর মধ্যে ৩৫ জনই রয়েছে বর্তমান বিশ্বের সেরা চার ক্লাবের। সর্বোচ্চ বার্সেলোনায় ১১ জন, রিয়াল মাদ্রিদে ৯ জন, ম্যানচেস্টার সিটিতে ৮ জন ও লিভারপুলে ৭ জন। অন্য ২০ জন ১১টি ক্লাবে খেলে থাকেন।

বিশ্বব্যাপী পেশাদারি ফুটবলারদের ভোটেই এই একাদশ নির্বাচিত হবে। যেখানে ২০১৮ সালের ১৬ জুলাই থেকে ২০১৯ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করা হবে।

আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট অ্যাওয়াডের অনুষ্ঠানে এই একাদশ ঘোষণা করা হবে।

নির্বাচিত ৫৫ জন ফুটবলার
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), এদারসন (ম্যানচেস্টার সিটি), জান ওবলাক (অ্যাতলেটিকো মাদ্রিদ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।

ডিফেন্ডার: জর্দি আলবা (বার্সেলোনা), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), দানি আলভেস (পিএসজি/সাও পাওলো), জোয়াও কানসেলো (জুভেন্টাস/ম্যানচেস্টার সিটি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জিওর্জিও কিয়েল্লিনি (জুভেন্টাস), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দিয়েগো গদিন (অ্যাতলেটিকো মাদ্রিদ/ইন্টার মিলান), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কালিদু কলিবালি (নাপোলি), আইমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), ম্যাথিয়াস ডি লিট (আয়াক্স/ জুভেন্টাস), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), অ্যান্ড্রু রবার্টসন (লিভারপুল), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), থিয়াগো সিলভা (পিএসজি), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ান এরিকসেন (টটেনহ্যাম হটস্পার), ফ্রেংকি ডি ইয়ং (আয়াক্স/বার্সেলোনা), এডেন হ্যাজার্ড (চেলসি/রিয়াল মাদ্রিদ), এনগোলা কান্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভান রাকিতিচ (বার্সেলোনা), বের্নার্দ সিলভা (ম্যানচেস্টার সিটি), দুসান তাদিচ (আয়াক্স), আর্তুরো ভিদাল (বার্সেলোনা)

ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), রবের্তো ফিরমিনো (লিভারপুল), অঁতোয়ান গ্রিজম্যান (বার্সেলোনা), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), সাদিও মানে (লিভারপুল), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), মোহামেদ সালাহ (লিভারপুল), সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা)।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।