ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার বার্সায় ফিরলেই আমি খুশি হতাম: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
নেইমার বার্সায় ফিরলেই আমি খুশি হতাম: মেসি ছবি:সংগৃহীত

সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বড় নাটকের নাম ছিলেন নেইমার। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এমন জায়ান্ট ক্লাবগুলোর জল ঘোলা করে শেষ পর্যন্ত বর্তমান দল প্যারিস সেন্ট জার্মেইয়েই (পিএসজি) রয়ে গেলেন। আসলে রয়ে গেলেন বলতে, থাকতে এক কথায় বাধ্য হচ্ছেন। কেননা বিশেষ করে বার্সার কয়েক দফা প্রস্তাব পিএসজি ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত ফরাসিদের জার্সিতেই ফের থিতু হতে হয়।

নিজের পুরোনো ক্লাব বার্সায় নেইমার ফিরে আসুক, এটা কাতালানরা ছাড়া খোদ নেইমারও চেয়েছিলেন। এছাড়া বার্সায় তার পুরোনো সতীর্থরাও তাকে ফিরে পেতে বেশ আগ্রহ দেখিয়েছিলেন।

দলের অধিনায়ক ও নেইমারের কাছের বন্ধু লিওনেল মেসি তো মনে করেন, ক্লাব আরও একটু এগিয়ে আসলে হয়তো ব্রাজিলিয়ান তারকাকে ফেরানো সম্ভব হতো।

স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমার ক্লাবে ফিরে আসলেই আমি খুশি হতাম। আমি জানি না নেইমারকে ফেরাতে বার্সেলোনা সবকিছুই কি করেছিল? এটাও সত্য পিএসজির সঙ্গে আলোচনার বিষয়টি সহজ ছিল না। ’

তিনি আরও বলেন, ‘স্পোর্টিং লেভেল থেকে যদি বলি, নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার। তাকে ঘিরে একটি ক্লাবের ইমেজ স্বত্ব ও স্পন্সরের বিষয়গুলোও জড়িয়ে থাকে। তবে নেইমারকে কিনতে আমি কখনো সরাসরি কিছু বলিনি। এর আগে আমি নিজের কিছু মতামত দিয়েছিলাম মাত্র। ’

মেসি আরও যোগ করেন, ‘নেইমার ফিরে না আসায় আমি হতাশ নই। আমাদের অসাধারণ একটি স্কোয়াড রয়েছে। যারা সবকিছুর জন্য প্রতিযোগিতা করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াও। ’

এদিকে মেসি সঙ্গে বার্সার বর্তমান যে চুক্তি রয়েছে তাতে এই মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারবেন। ফলে গুঞ্জন উঠেছে আর্জেন্টাইন তারকা কি কাতালানদের হয়ে আর খেলবেন কিনা। তবে এমন প্রশ্নকে উড়িয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বলেন, ‘এটা আমার ঘর এবং আমি এখান থেকে চলে যেতে চাই না। আমি এই দলের হয়ে জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।