ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পাবনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
পাবনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু  বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা পুলিশ লাইন্স মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হয়।  

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা পার্যায়ে এ খেলা শুরু হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা জেলা ক্রীড়া সংস্থার কমকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় ১-০ গোলে পাবনার পৌরসভা দলকে হারিয়ে সুজানগর উপজেলা বিজয় লাভ করে। এবারের খেলায় পাবনা জেলার বালক এবং বালিকা উভয় ২০টি দল অংশ নেবে। পাঁচ দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় প্রতিদিন চারটি করে দলের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২১ সেপ্টেম্বর বালক এবং বালিকা দলের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।